Tuesday 20 December 2016

Sentence and its classification | Complete Discussion of sentence |

                Sentence সম্পর্কে জানতে হলে আগে letter and word সম্পকে জানতে হবে।


Letter কি/ কাকে বলে?
ইংরেজিতে যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে letter বা বর্ণ বলে।
যেমনঃ A, B, C, D
ইংরেজি বর্ণ মোট ২৬টি।এই ২৬ টি বর্ণকে একসাথে Alphabet বা বর্ণমালা বলে।
২৬টি বর্ণকে ২ ভাগে ভাগ করা যায়।যথাঃ
1. Vowel-৫টি ।  A,E,I,O,U
2. Consonant-২১টি।
একটি letter ও একটি word এর কাজ করতে পারে।যেমনঃ A-একটি,I-আমি।
Word –কি /কাকে বলে?
কয়েকটি letter বা বর্ণ পাশাপাশি বসে যদি কোন অর্থ প্রকাশ করে তাকে word বা শব্দ বলে।যেমনঃ
Pen-কলম
Man –মানুষ
Blue-নীল ।
Sentence-কি/কাকে বলে?
এক বা একাধিক ইংরেজি word grammar অনুযায়ী পাশাপাশি বসে যদি পরিপূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে তাকে sentence বলে।
A sentence is a combination/group of words that express the complete meaning according to/following the grammatical rules.


Example:
You are a brilliant.
I live in khoksa.
They play cricket.
Parts of sentence:
Sentence এর সাধারনত ২ টি অংশ থাকে।যথাঃ
1. Subject.
2. Predicate.
Subject: Sentence এ যার সম্পর্কে বা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় বা করা হয় তাকে Subject বলে।

যেমনঃ
You like to watch television.
Rahim is a brilliant student.
উপরের বাক্য ২টিতে You এবং Rahim হচ্ছে Subject. আর বাকি অংশ টুকু হল Predicate.
সাধারনত Sentence এর শুরুতে Subject and শেষে Predicate বসে।
Noun, Pronoun, Adjective, Gerund, Infinitive, Clause, Phrase এরা সবাই Subject রুপে বসতে পারে।
Khairul   is my brother.
এই Sentence Noun, Subject হিসেবে বসেছে ।
He is the best boy in the class.
এই Sentence Pronoun Subject হিসেবে বসেছে ।
The rich are not always happy.
এই Sentence Adjective Subject হিসেবে বসেছে ।
walking is good for health.
এই Sentence Gerund Subject হিসেবে বসেছে ।
To take rest is mandatory for all.
এই Sentence Infinitive Subject হিসেবে বসেছে ।
What he said is not true.
এই Sentence Clause Subject হিসেবে বসেছে ।
Kinds of sentence based on meaning
অর্থভেদে Sentence ৫ প্রকার।যথাঃ
1. Assertive sentence –বর্ণনামূলক  বাক্য।
2. Interrogative sentence-প্রশ্নবোধক বাক্য।
3. Imperative sentence-অনুজ্ঞাসুচক বাক্য।
4. Optative sentence-ইছাসুচক বাক্য।
5. Exclamatory sentence-আবেগসুচক বাক্য।
নিন্মে Sentence গুলো আলোচনা করা হল।
***Assertive Sentence: যে Sentence দ্বারা সাধারণত কোনকিছু সম্পর্কে বর্ণনা বা বিবৃতি প্রদান করা হয় তাকে Assertive sentence বলে। যেমনঃ

The students went to college.
The pen is red.
I am a bad boy.
Assertive sentence এর গঠনঃ
Subject +verb +Object/complement
We learn English at online.
Assertive sentence ৩ প্রকার।
1.       Affirmative sentence
2.       Negative sentence
3.       Emphatic sentence
*Assertive Sentence:হাঁ বোধক ব্যাক্যকে affirmative sentence বলে।
We visit BM Ali`s Blog site every day.
*Negative Sentence: না বোধক ব্যাক্যকে Negative sentence বলে।
He does not like tea.
*Negative sentence এর গঠন হবে-
*শুধু Do verb মুল verb হলে।
Sub +do not/does not/did not +Main verb +object.

Subject third person singular number হলে does not বসবে। does not এর পর মুল verb এর সাথে s / es যোগ হয়না।
এবং did not এর পর verb এর present form বসে।
He does not play football.
They did not go there.
ব্যাক্যে Be Verb থাকলে গঠন হবে- Sub +be verb +not +complement/object.
I am not a student.
Have verb মুল verb হলে গঠন হবে- Sub +have/has +no+ object.
I have no mobile.
*Emphatic Sentence:যে sentence দ্বারা কোন বক্তব্য জোরালো ভাবে বোঝাই তাকে Emphatic Sentence বলে।
এসব sentence-এ সাধারণত subject এর পর do থাকে।
I do love you.
You do read today.
***Interrogative Sentence:যে sentence দ্বারা প্রশ্ন করা বোঝাই তাকে interrogative sentence বলে
A sentence that generally asks a question is called interrogative sentence.
যেমনঃ What do you want?
             Isn`t it true?
*Structure of Interrogative sentence
ব্যাক্যের মধ্যে auxiliary verb থাকলে তা subject আর আগে বসে। Aux. verb +sub. +ext.?
যেমনঃ Are you a student?
ব্যাক্যের মধ্যে auxiliary verb না থাকলে subject এর আগে Do verb আনতে হয়।
Do aux. verb+ subject +ext.+?
Do you play football  every day?
Structure   of Negative-Interrogative Sentence-   Aux. verb +not+ sub+ complement+?
Does not Raja go to college?
What, Who, Which etc. থাকলে তা ব্যাক্যের শুরুতে বসাতে হয়।
What does your father do?
Interrogative Sentence- দুই প্রকার। 1.Yes/No Question 2. WH-Question
1.       Yes/No question: যে সকল প্রশ্নের উত্তর yes/no দ্বারা করা হয়, তাদেরকে yes/no question বলা হয়।
যেমনঃ was she a girl?
        Have you got your book?
        Has she gone away?
2.       যেসব প্রশ্নের উত্তর yes/no দ্বারা করা যাই না তাদেরকে Wh-Question বলা হয়। যেমনঃ
What is your name?
How are you?
Where do you live in?

***Imperative sentence: যে sentence দ্বারা আদেশ,উপদেশ,অনুরোধ,নিযেধ ইত্যাদি বোঝাই তাকে imperative sentence বলে। যেমনঃ

Open your book.
Do not do it again.
Let me walk sometime.
Imperative sentence আবার Affirmative Negative দু ধরনের হতে পারে। যেমনঃ
Read attentively.
Do not shout.
*Imperative sentence এর sub “you” উহ্য থাকে। এ কারনে verb দ্বারা শুরু হয়।
*জোর দিয়া বলা বা গুরুত্ত আরোপে (emphasis) Imperative sentence –এ Do ব্যবহার করা হয়।যেমনঃ
Do go to school.
Do have a cup of tea.
*আবার কিছু imperative sentence subject উহ্য থাকে না । কিন্তু জোরালো ভাবে কনকিছু বোঝাই।যেমনঃ
You be careful what you are telling.
***Optative Sentence: যে sentence দ্বারা মনের ইচ্ছা বা প্রাথনা ,আশীর্বাদ প্রকাশ পায় তাকে Optative sentence বলে। যেমনঃ
May Allah bless you.
Long live our president.
Optative sentence –গঠন করার নিয়মঃ May +Assertive= Optative.
May  you  be  happy.
May you shine in life.
May ছারাও Optative sentence গঠন করা যায় । যেমনঃ
Long live our prime Minister.
আবার শুরুতে Noun ব্যবহার করেও Optative sentence গঠন করা যায়। যেমনঃ
God bless you, my daughter.

***Exclamatory Sentence: যে sentence দ্বারা মনের আকস্মিক আবেগ-বিস্ময়,সুখ-দুখ ,আনন্দ-নিরানন্দ ইত্যাদি প্রকাশ পায় তাকে Exclamatory Sentence বলে।যেমনঃ

What a nice bird it is!
How fine the rose is!
Exclamatory Sentence –এর শেষে Note of exclamation বা বিস্ময় সুচক চিহ্ন বসে।
Structure  of  Exclamatory.
সাধারনত How এবং What দ্বারা Exclamatory sentence শুরু হয়।
What দ্বারা শুরু হলে গঠন হবে-
1 .What +a/an +noun/pronoun +sub + be verb +! যেমনঃ
What a fool you are!
2. What +a/ an + adjective +noun +sub +verb! যেমনঃ
What a nice bird it is!
How দ্বারা গঠিত হলে।
1.How + adverb/adjective +sub+ be verb+! যেমনঃ
How nice the song is!
2.How +adjective +a/an+ noun/pronoun +sub+ verb+! যেমনঃ
How brilliant a girl she is!
Expression অনুযায়ী Hurrah, Alas, Bravo, Oh, Ah এরপর Note of Exclamation বসে।ব্যাকের শেষে full stop(.) বসে।
*অকল্পনীয় ও অপূরণীয় ইচ্ছা প্রকাশ করতে Exclamatory Sentence were বসে।  যেমনঃ
Were I a bird!
অপূরণীয় ইচ্ছা থাকা বোঝাতে Had বসে। যেমনঃ
Had I the wings of a bird!
Had এর পরিবর্তে would that বসে। যেমনঃ
Would that I were a King!

AL HAMDU LILLAH. PRAY TO ALLAH. OFFER YOUR PRAYER 5 TIMES DAILY.

নতুন নতুন পোস্ট পেতে চোখ রাখুন আমার ব্লগে । 

কোন মন্তব্য থাকলে কমেন্ট এ জানাতে পারেন।

ফেসবুক এ আমি

যোগাযোগ ঃ BM Ali English Private Center, Khoksa.

আমার আরও একটি ব্লগ ইংরেজিতে

No comments:

Post a Comment