Tuesday 20 December 2016

English language and Grammar|

        English Language & English Grammar

English language সম্পর্কে কিছু কথা:

ইংলিশ একটি আন্তর্জাতিক ভাষা । সাধারনত আমরা এটিকে বিলেতি বা ব্রিটেনের ভাষা বলে জানলেও এটি মুলত জার্মান গ্রুপের ভাষা। Anglo Frisia Dialect থেকে এ ভাষা উৎপত্তি লাভ করে।

·         Proto English
·         Old English
·         Middle English
·         Early Modern English




ইত্যাদি চরাই উৎরাই পেরিয়ে এটি বর্তমান ইংলিশ অর্থাৎ Modern English এ রুপ লাভ করেছে।
ধাপে ধাপে এতে প্রবেশ করেছে and German dialect, Roman dialect, Anyles, Saxons, Frisians, Jutes The Franks Tribal Dialect. এ জন্য ইংরেজি ভাষা কে বলা হয় Borrowing Language


পনের শতকে The great vowel shift থেকে Modern English উৎপত্তি লাভ করে। মুলত  William Shakespeare এর সময় হতেই ইংরেজি ভাষা Modern English হিসেবে স্বীকৃতি লাভ করে।

·         কবে প্রথম English Dictionaryপ্রকাশিত হয়।

এরই ধারাবাহিকতাই ১৬০৪ সালে প্রথম English Dictionaryপ্রকাশিত হয়।

Renaissance এর পর থেকে ইংরেজি ভাষা সরাসরি বিদেশি শব্দাবলী;বিশেষ করে Latin Greek শব্দাবলী গ্রহন করতে থাকে। Early Modern English Late Modern English এর মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে vocabulary বা শব্দগত ।

বর্তমানে ইংরেজি ভাষা একটি Global Language এ পরিনত হয়েছে ।পৃথিবীর প্রায় ৩৫ কোটি মানুষের মাতৃভাষা ইংরেজি। আবার প্রায় ৩০ কোটি মানুষ ইংরেজি কে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে কথা বলে।

English Grammar:


English language এ অন্তরভুক্ত সকল নিয়মাবলীর সমষ্টিকে English grammar বলে।


নতুন নতুন পোস্ট পেতে চোখ রাখুন আমার ব্লগে ।  

কোন মন্তব্য থাকলে কমেন্ট এ জানাতে পারেন।


ফেসবুক এ আমি ।

যোগাযোগ ঃ BM Ali English Private Center, Khoksa.

আমার আরও একটি ব্লগ ইংরেজিতে ।

No comments:

Post a Comment