Saturday 24 December 2016

The rules of tag question | tag question | tag question এর নিয়ম ।

                                                          Tag question


বর্ণনা বা বিবৃতি মুলক বাকের শেষে যে সংক্ষিপ্ত প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকে tag question বলে।
Tag question –দু ভাবে সম্পূর্ণ হয়।

Affirmative tag
Negative tag.

Tag এর মধ্যে capital letter ব্যবহার করা যাবে না। শুধু Allah এর পরিবর্তে He এবং আমি অর্থে I . capital letter হবে।

বাক্যটি affirmative হলেtag হয় negative আর বাক্যটি negative হলে tag হবে affirmative.
Rules of tag question:

১। বাকের মধ্যে auxiliary verb থাকলে তার সাথে সংক্ষেপে not এবং subject নিতে হয়। [not থাকলে তা উঠে যায়। ]

Example:  He is a brilliant student, isn`t he?

২। বাকের মধ্যে auxiliary verb না থাকলে tense নির্ধারণ করতে হয়। present tense হলে do/does এবং past tense হলে did যোগ করতে হয়।
Example:  We learn English, don`t we?
They solved the problem, didn`t they?

Tuesday 20 December 2016

English language and Grammar|

        English Language & English Grammar

English language সম্পর্কে কিছু কথা:

ইংলিশ একটি আন্তর্জাতিক ভাষা । সাধারনত আমরা এটিকে বিলেতি বা ব্রিটেনের ভাষা বলে জানলেও এটি মুলত জার্মান গ্রুপের ভাষা। Anglo Frisia Dialect থেকে এ ভাষা উৎপত্তি লাভ করে।

·         Proto English
·         Old English
·         Middle English
·         Early Modern English

Sentence and its classification | Complete Discussion of sentence |

                Sentence সম্পর্কে জানতে হলে আগে letter and word সম্পকে জানতে হবে।


Letter কি/ কাকে বলে?
ইংরেজিতে যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে letter বা বর্ণ বলে।
যেমনঃ A, B, C, D
ইংরেজি বর্ণ মোট ২৬টি।এই ২৬ টি বর্ণকে একসাথে Alphabet বা বর্ণমালা বলে।
২৬টি বর্ণকে ২ ভাগে ভাগ করা যায়।যথাঃ
1. Vowel-৫টি ।  A,E,I,O,U
2. Consonant-২১টি।
একটি letter ও একটি word এর কাজ করতে পারে।যেমনঃ A-একটি,I-আমি।
Word –কি /কাকে বলে?
কয়েকটি letter বা বর্ণ পাশাপাশি বসে যদি কোন অর্থ প্রকাশ করে তাকে word বা শব্দ বলে।যেমনঃ
Pen-কলম
Man –মানুষ
Blue-নীল ।
Sentence-কি/কাকে বলে?
এক বা একাধিক ইংরেজি word grammar অনুযায়ী পাশাপাশি বসে যদি পরিপূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে তাকে sentence বলে।
A sentence is a combination/group of words that express the complete meaning according to/following the grammatical rules.