Tuesday 20 December 2016

Parts of Speech | Parts of speech এর সাধারন নিয়ম।

                                                       Parts of speech

Parts of speech কি/কাকেবলে?
একটিবাক্যেরঅর্থপূর্ণপ্রত্যেকটিঅংশকেএকএকটি Parts of Speech বলে ।
Each meaningful part /word of a sentence is called parts of speech.
একটি বাক্য লক্ষ্য করলে বুজতে পারবেন।
He is a very brilliant student. এই বাক্যটিতে ৬ টি অংশ রয়েছে। প্রত্যেকটি অংশ এক একটি  Parts of Speech.
যেমনঃ He একটি Pronoun, IS একটি Verb, A একটি Adjective, Very একটি Adverb, brilliant ও একটি Adjective, Student একটি Noun.

Kinds of parts of speech
There are 8 types of parts of speech.
1. Noun
2. Pronoun
3. Adjective
4. Verb
5. Adverb
6. Preposition
7. Conjunction
8. Interjection.
নিন্মে এগুলো নিয়ে আলোচনা করা হল

·        Noun: যে Word দ্বারা কোন কিছুর নাম বোঝাই তাকে Noun বলে।
A noun is a naming word.
Kamal is a good student.
I have some books.
Dhaka is the capital of Bangladesh.
Honesty is a great virtue.
Walking is a good exercise.
উপরের বাক্য গুলোতে Kamalহলো একজন বাক্তির নাম। Book হলো বস্তুর নাম। Dhaka হলো একটি স্থান এর নাম। Bangladesh হলো একটি দেশের নাম। Honesty Virtue হলো গুনের নাম। Walking হলো কাজের নাম।
সুতরাং প্রত্যেকটি এক একটি noun.

·        Pronoun: Pro শব্দের অর্থ পরিবর্তে আর Noun শব্দের অর্থ নাম। সুতরাং যে Word Noun এর পরিবর্তে বসে তাই Pronoun.
A pronoun is a substituting word.
Manna is a good boy.
He goes to school regularly.
He completes his lesson regularly.
His father is a business man.
উপরের বাক্য গুলোতে He and His Manna এর পরিবর্তে বসেছে। তাই, এগুলো Pronoun.

A list of pronoun..
I, me, we, us, you, yours, she, her, he, him, it, they, them, this, that, these, those, who, which, that, somebody etc.
·        যে Word দ্বারা Noun বা Pronoun এর দোষ ,গুণ ,অবস্থা,সংখ্যা ,পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে Adjective বলে।
An adjective is a word that qualifies the meaning of a noun or a pronoun.
সুতরাং Noun বা Pronoun k বিশেষিত করাই Adjective এর কাজ।
Razzak is honest.এই বাক্যে honest শব্দটি RazzakNounটির গুণ প্রকাশ করছে। সুতরাং Honest একটি adjective.
Rohim is poor.এই বাক্যে poor শব্দটি Rohim Noun এর অবস্থা বোঝাচ্ছে। So, Poor একটি Adjective.

·        Verb: সাধারনত যে Word দ্বারা কোন কাজ করা বোঝায় তাকে Verb বলে।
A verb is a word that denotes action in any form.
He eats mango.
We play football.
They go to college.
উপরের বাক্য গুলতে eats,play এবং go দ্বারা কাজ করা বোঝাচ্ছে ।সুতরাং eats , play এবং go হচ্ছেverb.

·        Adverb: যে Word Verb, Adjective অথবা অন্য কোন Adverb k বিশেষিত করে তাকে Adverb বলে।
An adverb is a word used to add something to the meaning of a verb, an adjective or another adverb.
Kamal is very brilliant.
She walks slowly.
He comes here.
I will go to Dhaka tomorrow.
উপরের sentence গুলোতে very, slowly, here  এবং tomorrow যথাক্রমে কেমন, কিভাবে, কোথায় ও কখন ইত্যাদি অর্থ প্রকাশ করে তাই এগুলো adverb.
OnlyAdverb হিসেবে ব্যাবহিত হলেও এটা Noun / Pronoun k modify করে।
Only Allah can save us.
Only they can play well.
প্রথম sentence only Allah word means noun কে এবং second sentence  only they means pronoun k modify করছে।

·        Preposition: pre অর্থ পূর্বে এবং Position অর্থ অবস্থান । সুতরাং Preposition  অর্থ পূর্বে অবস্থান।
যে Word Noun বা Pronoun এর পূর্বে বসে ঐ Noun বা Pronoun এর সাথে ব্যাক্যের অন্যান্য Word এর সম্পর্ক গড়ে তলে তাকে Preposition বলে।

The book is on the table.
The cat is under the tree.
উপরের বাক্য দুটিতে on এবং under Table এবং Tree এর সাথে সম্পর্ক তৈরি করছে।
কিছু বহুল ব্যবাহিত preposition:
In, on, at, under, of, for, from, with, without, from, by up, about etc.

·        Conjunction: Con অর্থ একত্রে এবং Junction অর্থ সংযোগ Conjunction অর্থ একত্রে সংযোগ ।

I am a student and I go to school regularly.
Do or die.
উপরের sentence  দুটিতে and এবং or দুটি clause কে যুক্ত করেছে। সুতরাং এরা conjunction.
কিছু conjunction: and, but, or, if, though, both etc.

Interjection: যে word দ্বারা মনের আনন্দ, দুঃখ, বিষাদ, বিস্ময় প্রকাশ পায় তাকে Interjection বলে।
Alas! His father is dead.
Hurrah! We have won the game.
Alas শব্দটি দ্বারা দুঃখ এবং Hurrah শব্দটি দ্বারা আনন্দ বোঝায়। সুতরাং এগুলো Interjection.

আলহামদুলিল্লাহ। দৈনিক ৫ ওয়াক্ত নামাজ আদায় করুন।

নতুন নতুন পোস্ট পেতে চোখ রাখুন আমার ব্লগে । 

কোন মন্তব্য থাকলে কমেন্ট এ জানাতে পারেন।

ফেসবুক এ আমি ।

যোগাযোগ ঃ BM Ali English Private Center, Khoksa.

আমার আরও একটি ব্লগ ইংরেজিতে ।

No comments:

Post a Comment