Tag question
বর্ণনা বা বিবৃতি মুলক বাকের শেষে যে
সংক্ষিপ্ত প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকে tag
question বলে।
Tag question
–দু ভাবে সম্পূর্ণ হয়।
Affirmative
tag
Negative tag.
Tag এর মধ্যে capital letter ব্যবহার করা যাবে না।
শুধু Allah এর পরিবর্তে He
এবং আমি অর্থে I . capital letter হবে।
বাক্যটি affirmative
হলেtag হয় negative আর বাক্যটি negative হলে tag হবে affirmative.
Rules of
tag question:
১। বাকের মধ্যে auxiliary
verb থাকলে তার সাথে সংক্ষেপে not এবং subject নিতে হয়। [not থাকলে তা উঠে
যায়। ]
Example: He is a brilliant student, isn`t he?
২। বাকের মধ্যে auxiliary
verb না থাকলে tense নির্ধারণ করতে
হয়। present tense হলে do/does এবং past tense হলে did যোগ করতে হয়।
Example: We learn English, don`t we?
They solved
the problem, didn`t they?